মঙ্গলবার শুরু হচ্ছে মোজাফ্ফর স্পিনিংয়ের লেনদেন

  • mukto rani
  • January 19, 2014
  • Comments Off on মঙ্গলবার শুরু হচ্ছে মোজাফ্ফর স্পিনিংয়ের লেনদেন
mozaffar

mozaffarআইপিওর পর আগামি ২১ জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার লেনদেন। ‘এন’ ক্যাটাগরিতে শুরু হবে এই কোম্পানির শেয়ার লেনদেন। এই কোম্পানির জন্য ডিএসই ট্রেডিং কোড “MHSML” এবং ডিএসই কোম্পানি কোড 17459। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য এই কোম্পানি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৪৯১তম নিয়মিত কমিশন সভায় আইপিও’র অনুমোদন পায়।

মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলস আইপিও থেকে ২৭ কোটি ৫০ লাখ টাকা বাজার থেকে সংগ্রহ করে।আইপিও থেকে সংগৃহীত অর্থ মেয়াদী ঋণ পরিশোধ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করে।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি ৭৫ লাখ শেয়ার আইপিওর মাধ্যমে ছাড়ে।

মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের ৩০ জুন ২০১২ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় ২ দশমিক ৭৮ টাকা। মোট সম্পদ মূল্য (এনএভি) ১৯ দশমিক ৫৬ টাকা।

ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং এএফসি ক্যাপিটাল লিমিটেড।

এমআরবি/