জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো খালেদা

খালেদা জিয়া

খালেদা জিয়াপ্রয়াত রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

রোববার বেলা পৌনে এগারোটায় রাজধানীর শেরেবাংলা নগরের প্রয়াত রাষ্ট্রপতির সমাধিতে  পুষ্পস্তবক আর্পন করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, লে.জে.(অব:) মাহবুবুর রহমান, উপদেষ্টা ওসমান ফারুকসহ দল ও সহযোগী সংগঠনের অনেক কর্মী।

এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে জেয়ারত ও দোয়া মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন,  গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণ জয়ী হবে। আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে।একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী সরকারকে সরানোর শপথ নিয়েছে বিএনপি।

এরপর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টরস এসোসিয়েশন (ড্যাব) ও জিসাস আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ড.আব্দুল মঈন খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার,  ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, ডা.এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আব্দুল মান্নান, এ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির অর্থনৈতিক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, গণশিক্ষাবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক, সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মো.খোরশেদ মিয়া আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাযহারুল আনোয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, নিলুফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু প্রমুখ।