
পৃথিবীর অধিকাংশ দেশে যখন শীত চলছে তখন ব্যাপক খরা ও দাবানলের কারণে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন সেখানকার গভর্ণর জেরি ব্রাউন। রোববার দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার থেকে লস অ্যাঞ্জেলেসের বাইরে এই দাবানল ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। ফলে সেখানকার বহু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। একপর্যায়ে স্থানীয়দেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, দাবানলের আকার সান ফ্রান্সিসকোর চেয়েও তিন গুণ বড়। দেশটির শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলটি দ্রুতবেগে চারদিকে ছড়িয়ে পড়ছে। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কায় ক্যালিফোর্নিয়ার তুয়োলুমেন শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ব্রাউন জানান, গত এক দশকের মধ্যে ক্যালিফোর্নিয়ায় এটি সবচেয়ে ভয়াবহ খরা ও দাবানল। তিনি বলেন, বৃষ্টি তৈরির সাধ্য আমাদের নেই। কিন্তু এই খরা ও অনাবৃষ্টির মোকাবিলায় নিজেদের অন্তত পূর্বপ্রস্তুত রাখতে পারি।
এ অবস্থায় সেখানকার লোকদের ২০ শতাংশ পানি ব্যবহার কমিয়ে এনে তা সংরক্ষণ করার আহবান জানান তিনি।
এস রহমান/