
নতুন দায়িত্ব পাওয়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সহিংসতা বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। নির্বাচন পরিবর্তী সহিংসতায় বিশেষ করে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় আরও কঠোর হওয়ার কথা জানালেও বিশেষ ট্রাইব্যুনালে এখনও পযর্ন্ত কোনো সিদ্বান্ত হয় নি।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সহিংসতার মাত্রা ছিল নজিরবিহীন। নির্বাচনের সব দলের অংশগ্রহণ, ভোটারের উপস্থিতি সবকিচু ছাপিয়ে দেশ বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে রাজনৈতিক সহিংসতার বিষয়টি।
নতুন এই প্রতিমন্ত্রী মনে করেন সহিংসতাকারীরা রাজনৈতিক সংশ্লিষ্টতা নয় বরং অর্থের বিনিময়ে তাদের এসব ধ্বংসাত্মক কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।