
আগামি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রথম দফায় উপজেলা নির্বাচন শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
শনিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
কাজী রকিব বলেন, “ কখন কিভাবে নির্বাচন করব আমরা এ ব্যাপারে মন্ত্রণালয়গুলোর সাথে কথা বলেছি। কারণ, সামনে ছাত্র ছাত্রীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা। তাদের বিরক্ত না করে নির্বাচন করতে চাই। যেহেতু আইনি বাধ্যবাধকতা রয়েছে সেহেতু নির্বাচন করতে হবে।”
সিইসি আরও বলেন, “মন্ত্রণালয়গুলোর পরামর্শ অনুযায়ী সময় যাচাই বাছাই করে আমরা সিদ্ধান্ত নেব।”
তিনি বলেন, একসাথে সবগুলো নির্বাচন করা সম্ভব হবে না। কারণ, এতে আইন শৃংখলা বাহিনী এবং সংশ্লিষ্টদের ওপর প্রচণ্ড চাপ পড়বে। ক্রমান্বয়ে নির্বাচনগুলো শেষ করবে বলে জানান তিনি।
কবে তফসিল ঘোষণা করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শিগগিরই সিদ্ধান্ত নেব। আপনারা সময়মতো সবকিছু জানতে পারবেন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে চার নির্বাচন কমিশনারসহ, ইসি সচিব, শিক্ষা সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কবির/ এআর