কর্মী ছাঁটাই করবে ইন্টেল

intelচলতি বছরে বিশ্বব্যাপী ৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কম্পিউটার সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। গতকাল প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্স বার্তা সংস্থার।
বিশ্বব্যাপী ইন্টেল সামগ্রীর বিক্রি হ্রাস পাওয়ার প্রেক্ষিতে ব্যবসায়িক পুনর্বিন্যাসের লক্ষ্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ইন্টেল কর্তৃপক্ষ। ঐ বিবৃতিতে জানানো হয়, গত বছরের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পেলেও কয়েকটি ক্ষেত্রে নেতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। তাই ব্যবসায়িক পুনর্বিন্যাসের প্রয়োজনে জনবল হ্রাস করার এই সিদ্ধান্ত নিয়েছে ইন্টেল।
ইন্টেলের অর্থ বিভাগের প্রধান স্ট্যাকি স্মিথ বলেন, ডাটা সেন্টার এবং ট্যাবের মত প্রযুক্তির নতুন ক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে প্রশাসনিক পরিকল্পনায় এই পরিবর্তন আনা হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে ইন্টেলের মোট কর্মীর সংখ্যা ১ লাখ ৭ হাজার। সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে প্রায় ৫ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাতে পারেন।