আম আদমির জয় গণতন্ত্রের উৎকৃষ্ট উদাহরণঃ অমর্ত্য সেন

  • syed baker
  • January 18, 2014
  • Comments Off on আম আদমির জয় গণতন্ত্রের উৎকৃষ্ট উদাহরণঃ অমর্ত্য সেন

amartya senদিল্লির রাজ্যসভায় আম আদমি পার্টির জয়কে গণতন্ত্রের উৎকৃষ্ট উদাহরণ বলে উল্লেখ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। গতকাল ভারতের জয়পুরের এক সাহিত্য উৎসবে তিনি এই কথা বলেন। খবর ইকোনমিক টাইমসের।
পাঁচ দিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে প্রধান অতিথির বক্তৃতায় সেন জানান, আম আদমি পার্টির জয় গণতন্ত্রের উৎকৃষ্ট উদাহারণ। এই দল ভারতের গণতন্ত্রে নতুন এক দিগন্তের উন্মোচন করেছে।
আম আদমির প্রশংসা করে তিনি বলেন, এই দলটি দৃষ্টান্ত স্থাপন করেছে এবং দেখিয়ে দিয়েছে কিভাবে আমাদের মূল সমস্যাগুলো নির্বাচনের ইস্যু হতে পারে। তিনি আরো বলেন, গণতন্ত্রই ভারতের গুরুত্বপূর্ণ অংশ। সাম্প্রতিককালে আম আদমি পার্টিই গণতন্ত্রের শক্তিকে যথাযথভাবে ব্যবহার করতে সক্ষম হয়েছে।
আম আদমির উদ্দেশ্য তিনি বলেন, সামনে অনেক পথ বাকি, তবে বড় বাধা দূর হয়ে গেছে। প্রশাসনিক পুনর্বিন্যাস এখন সময়ের দাবি। এটা অস্বীকার করা যাবে না।
উল্লেখ্য, ভারতের প্রতিথযশা এই অর্থনীতিবিদ ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরুস্কার জয় করেছিলেন। এছাড়াও তার অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৯৯ সালে ভারত সরকার তাকে ‘ভারত রত্ন’ উপাধিতে ভূষিত করে।