
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকে সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে এক মোটর সাইকেল আরোহী।
শুক্রবার সকাল সাড়ে আটটায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে উপজেলার গোড়াই এলাকায় মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় মোটর সাইকেল চালক।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেল আরোহী আমির হামজাকে উদ্ধার করে।তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মোটর সাইকেল চালকের নাম শ্রীবাস চন্দ্র সরকার (২২)। তিনি মির্জাপুর উপজেলার চানপুর গ্রামের বিনত চন্দ্র সরকারের ছেলে।
গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।