ঘন কুয়াশায় সরিষার ফলন ব্যহত, ক্ষতির আশঙ্কায় কৃষকেরা

সরিষা ক্ষেত

সরিষা ক্ষেতফরিদপুরে ঘন কুয়াশায় ব্যহত হয়েছে সরিষা চাষ। ঘন কুয়াশার কারণে সরিষার ফুলে পচন ও রোগ বালাই দেখা দিয়েছে। ফলে এ মৌসুমে সরিষার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকেরা।

বেশী শীতে সরিষার ফলন ভালো হলেও অতিরিক্ত কুয়াশার কারণে ফলন ব্যাহত হচ্ছে বলে জানায় কৃষকেরা। তাই ধান ও পাটের পর এবার সরিষা চাষাবাদেও লোকসানের হতে পারে বলে আশঙ্কা করছে তারা।

উল্লেখ্য,গত বছরের চেয়ে এ বছর ফরিদপুর জেলায় কমে গেছে সরিষার আবাদ। জেলায় চলতি মৌসুমে সরিষার নয় হাজার ৮৪২ হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা থাকলেও চাষাবাদ হয়েছে নয় হাজার ৭৫০ হেক্টর জমিতে। গতবছর নয় হাজার ৮০০ হেক্টর জমিতে চাষাবাদ করে ১০ হাজার ৭৮০ মেট্রিক টন সরিষা উৎপাদিত হয়েছিল।

প্রাকৃতিক দূর্যোগের কারণে ক্ষতির মুখে পড়া সরিষা আবাদকারীরা ক্ষতি পুষিয়ে নিতে সরকারী সহযোগিতার কামনা করেছেন।

কেএফ