
বাজারে কমেছে বেগুন, শিম ও কাঁচামরিচের দাম। বেশ কিছু দিন ধরে কোনো হরতাল-অবরোধ না থাকায় বাজারে সরবরাহ বেড়েছে। আর এ কারণেই এ সবজিগুলোর দাম কমেছে বলে জানিয়েছেন সবজি ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগর বাজার ঘুরে দেখা গেছে, লম্বা বেগুন ১০ টাকা কমে ৩০ টাকা, গোল বেগুন ১০ টাকা কমে ৩০ টাকা, তাল বেগুন ১০ টাকা কমে ৫০ টাকা ও কাঁচা মরিচ ১০ টাকা কমে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজি ব্যবসায়ী মো. মহিউদ্দিন অর্থসূচককে জানান, বাজারে গত কয়েকদিন যাবত সবজির সরবরাহ ভাল। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমান সবজি বাজারে আসছে। হরতাল-অবরোধ না থাকায় যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় বাজারে পণ্য সরবরাহও ভালো। আর এ কারণে সবজির দামও কমেছে।
আজকের বাজার চিত্রঃ
কাঁচাবাজারঃ
কাঁচাবাজারে দেখা গেছে, প্রতিকেজি শসা ৩০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা, লম্বা বেগুন ৩০ টাকা, গোল বেগুন ৩০ টাকা, তাল বেগুন ৫০ টাকা, লাল শিম ২০ টাকা, সবুজ শিম ২৫ টাকা, বিচিওয়ালা শিম ৪০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, মুলা ২০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, পুরাতন আলু ১৫ টাকা, নতুন আলু ১৫ টাকা, গাজর ৩০ টাকা, করলা ৫০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, পটল ৮০ টাকা, পেঁপে ২০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৫০ টাকা, কচুর মুখি ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, হাইব্রিড টমেটো ৩০ টাকা, দেশি টমেটো ৫০ টাকা, কাঁচা টমেটো ৩০ টাকা, ওলকপি ২০ টাকা, শালগম ৫০ টাকা, ক্যাপসিক্যাম ২৫০ টাকা ও মটরশটি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া,প্রতিটি ফুলকপি ৩০ টাকা, ব্রকলি (সবুজ ফুলকপি) ৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, লাল বাঁধাকপি ৭০ টাকা, মিষ্টিকুমড়া ৮০ থেকে ১২০ টাকা ও লাউ ৬০ টাকা, জালি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে এবং প্রতিহালি কাঁচকলা ২৫ টাকা ও লেবু ২০ থেকে টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া, বাজারে লালশাক, লাউশাক, পালংশাক, মুলাশাক, কুমড়াশাক, ডাটাশাকসহ নানা ধরণের শাকের আটি ১০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এবং লেটুস পাতা প্রতিটি ২০ টাকা, চায়নাশাক ২০ টাকা, পুদিনাপাতা ১০০ গ্রাম ২৫ টাকা, ধনেপাতা প্রতি ১০০ গ্রাম ১০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মুদিঃ
মুদি দোকান ঘুরে দেখা গেছে, প্রতিকেজি নতুন পেঁয়াজ ৪০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা, চায়না বড় রসুন ৭০ টাকা, দেশি রসুন ৯০ টাকা, একদানা রসুন ১০০ টাকা, চায়না আদা ১৪০ টাকা, ইন্দোনেশিয়ান আদা ১২০ টাকা, শুকনা মরিচ ১৮০ টাকা, হলুদ ১২০ টাকা, হলুদের গুঁড়া ১৮০ টাকা, মরিচের গুঁড়া ২২০ টাকা, ধনিয়া ৮৫ টাকা, আটা (প্যাকেট) ৩৮ টাকা, ময়দা (প্যাকেট) ৪৮ টাকা, দারুচিনি ৩০০ টাকা, এলাচি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৭০০ টাকা, জিরা ৩৫০ টাকা থেকে ৪৫০ টাকা, বেশন ৯০ টাকা, দেশি মশুর ডাল ১২৫ টাকা, ভারতীয় মশুর ডাল ৮০ টাকা, খেসারি ডাল ৪৫ টাকা, মুগ ডাল ১২০ টাকা, ছোলা ৬০ টাকা, অ্যাংকর ডাল ৪২ টাকা, মাসকলাই ১২০ টাকা, বুট ৫০ টাকা, খোলা চিনি ৪৫ টাকা, প্যাকেট চিনি ৫০ টাকা ও প্রতি লিটার সয়াবিন খোলা ১১৫ টাকা ও বোতলজাত সয়াবিন ১২৫ টাকা হিসেবে বিক্রি হচ্ছে।
চালঃ
আজ চালের বাজারে প্রতিকেজি নাজিরশাইল ৫৮ থেকে ৬০ টাকা, মিনিকেট ৪৮ থেকে ৫০ টাকা, লতা আটাশ ৩৮ থেকে ৪০ টাকা, মোটা চাল ৪২ টাকা, জিরা নাজির ৫৫ টাকা, আটাশ ৪২ টাকা, পাইজাম ৪০ টাকা, চিনি গুড়া ১১০ টাকা, পারিজা ৩৮ টাকা, বিআর-২৮ ৪৩ টাকা, বিআর-২৯ ৪৩ টাকা, হাসকি ৪২ টাকা, স্বর্ণা ৩৬ টাকা থেকে ৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে।
ডিমঃ
আজকে বাজারে প্রতি হালি লেয়ার মুরগির লাল ও সাদা ডিম ২৮ টাকা, হাঁসের ডিম ৪০ টাকা, পাকিস্তানি মুরগির ডিম ৪০ টাকা, দেশি মুরগির ডিম ৪২ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
মাছঃ
মাছের বাজারে আজ ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের বেশি প্রতিহালি ইলিশ ১ হাজার ৮০০ টাকা। জাটকা ইলিশ ৩০০ টাকা, চন্দনা ইলিশ ১৫০ টাকা, কাতল মাছ ৩৫০ টাকা, রুই মাছ ৩০০ টাকা,তেলাপিয়া ১২০ টাক, চায়না পুটি ১২০ টাকা, পাঙ্গাস ১২০ টাকা, চিংড়ি (বড়) ১ হাজার ২০০ টাকা, চাষের কৈ ১৫০ টাকা, দেশি কৈ ৮০০ টাকা, টাকি ১৪০ টাকা, সিলভার কার্প ১১০ টাকা, শোল মাছ ৫০০,গজাল ৪০০ টাকা, শিং ৪৫০ টাকা,মাগুর ৫০০ টাকা,ভেদা ৩০০টাকা, মলাঢেলা ২০০ টাকা, বাইলা মাছ ৬৫০ টাকা, কাচকি মাছ ২৫০ টাকা, সুরমা মাছ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শুটকি মাছঃ
শুটকি মাছ প্রতি ১০০ গ্রাম চিংড়ি শুটকি মানভেদে ৩০ টাকা থেকে ৭০ টাকা, টাকি ৬০ টাকা, কাসকি ৬০ টাকা, লইট্যা শুটকি ৪০ থেকে ৫০ টাকা, বাইম মাছের শুটকি ৮০ টাকা, চাপিলা শুটকি ৬০ টাকা, পুঁটি মাছের শুটকি ৬০ টাকা, নলা মাছের শুটকি ৬০ টাকা, চান্দা মাছের শুটকি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া, প্রতি কেজি ইলিশ মাছের শুটকি ৭০০ টাকা ও কাইলা শুটকি ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাংসঃ
মাংসের বাজারে গরুর মাংস ২৮০ টাকা ও খাসির মাংস ২০ টাকা বেড়ে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের প্রতিটি দেশি মুরগি বিক্রি হচ্ছে ৩২৫ থেকে ৩৬০ টাকা, ব্রয়লার মুরগি ১৩৫ টাকা, লেয়ার মুরগি ১৩৫ টাকা, হাঁস ৩০০ টাকা, ভেড়া ও ছাগীর মাংস ৪৫০ টাকা এবং কবুতরের বাচ্চা ২৫০ টাকা জোড়া হিসেবে বিক্রি হচ্ছে।
ফলঃ
আজ ফলের বাজারে আপেল ১৫০ থেকে ১৮০ টাকা, মালটা ১৫০ টাকা, আঙুর ৪৫০ টাকাও প্রতি ডজন কমলা ২০০ থেকে ২২০ টাকা, বেদানা ২৫০ টাকা, পেয়ারা ১৫০ টাকা, আমড়া ১২০ টাকা, আমলকি ১৫০ টাকা, ছবেদা ৮০ টাকা ও জলপাই ৪০ টাকা, কুল বড়ুই ১২০ টাকা, আপেল বড়ুই ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে
এছাড়া, প্রতিহালি সাগর কলা ২৫ টাকা, নেপালি কলা ১৫ টাকা, শবরী কলা ২৫ টাকা, চাপা কলা ১৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি জাম্বুরা ৮০ টাকা থেকে ১২০ টাকা, বেল ৮০ থেকে ১৫০ টাকা এবং আনারস প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এসএস/