
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেতে আগ্রহীরা শুক্রবার থেকে আবেদনপত্র কিনতে পারবেন। বৃহস্পতিবার দুপুরে জাপার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই আবেদনপত্র আগামিকাল থেকে শুরু হয়ে ১৯ জানুয়ারি রোববার বিকেল পাঁচটা পর্যন্ত বিক্রি হবে।
এদিকে, আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ ও জমাদানের প্রথম দিনে ২১০টি ফরম বিক্রি হয়েছে। জমা পড়েছে দুটি। আর ফরম বিক্রি বাবদ আয় হয়েছে ৫২ লাখ ৫০ হাজার টাকা।
বুধবার সকাল ১১ টা থেকে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ ও জমা গ্রহণ শুরু হয়েছে। চলবে শুক্রবার পর্যন্ত।