বোনাস বিওতে পাঠানোয় প্যারামাউন্ট এ ক্যাটাগরিতে

  • mukto rani
  • January 15, 2014
  • Comments Off on বোনাস বিওতে পাঠানোয় প্যারামাউন্ট এ ক্যাটাগরিতে

Paramount_Logoপুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড ২০১৩ সালের ঘোষিত ১২ শতাংশ বোনাস লভ্যাংশ   বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে। ডিএসই  সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১‌৩ জানুয়ারি  শেয়ারোহোল্ডারদের বিও অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এই বোনাস লভ্যাংশের অর্থ। লভ্যাংশের অর্থ বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে চলে যাওয়ায় ডিএসই প্যারামাউন্ট টেক্সটাইলকে এ ক্যাটাগরিতে উন্নীত করেছে।

২০১৩ সালে পুজিঁবাজারে এন ক্যাটাগরিতে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানিটি। এরপর থেকে ডিএসইতে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু হয় এই কোম্পানির। সমাপ্ত বছরে কোম্পানি বিনিয়োগকারীদেরকে যে লভ্যাংশ দিয়েছে তার ভিত্তিতে কোম্পানিটি ক্যাটাগরিতে পরিবর্তিত হয়। সমাপ্ত হিসাব বছরে প্যারামাইন্ট টেক্সটাইল বিনিয়োগকারীদেরকে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার মাধ্যমে এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

এমআরবি/