
২০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার বিকেলে গুলশানের এক হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বেগম জিয়া।
১৮ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালনের পর দশম সংসদ অধিবেশন শুরুর দিন ২৯ জানুয়ারি বিক্ষোভ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেন খালেদা।
বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচনকে বর্জন করার জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, “ আগামি ২০ জানুয়ারী সোমবার আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাবো আমরা। জনগণকে ধন্যবাদ জানাবার জন্য আমরা ঐদিন সারাদেশে বিভাগ, জেলা ও উপজেলায় গণসামবেশ ও শোভাযাত্রা করা হবে। ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ হবে সোহারাওয়ার্দী উদ্যানে”।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, নির্বাচনে জণগনের মতের প্রতিফলন হয়নি। নির্বাচনের নামে প্রহসন জণগণ প্রত্যাখান করেছে। নির্বাচনে গড়ে ৫ শতাংশ ভোটও পড়েনি, কিন্তু জালিয়াতী করে ৪০ শতাংশ ভোটের হিসাব দেয়া হয়েছে।
তিনি বলেন, কারসাজি করে ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা দেশবাসী মেনে নেয়নি। গায়ের জোড়ে বেশদিন ক্ষমতায় থাকা যাবেনা বলে উল্লেখ করেন তিনি।