
ক্যাবল টেলিকমিউনিকেশন কোম্পানি ‘টাইম ওয়ার্নার ক্যাবল’ প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলারে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক ক্যাবল অপারেটর কোম্পানি ‘চার্টার কমিউনিকেশন’। প্রস্তাবদাতা কোম্পানির বরাত দিয়ে একথা জানিয়েছে বিবিসি নিউজ।
চার্টার কমিউনিকেশনের তরফ থেকে জানানো হয়েছে, কোম্পানিটি শেয়ার প্রতি ১৩২ দশমিক ৫০ মার্কিন ডলারের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে শেয়ার প্রতি ৮৩ মার্কিন ডলার নগদে দেওয়া হবে এবং বাকিটা কোম্পানির নিজস্ব স্টকে দেওয়া হবে।
কোম্পানির তরফ থেকে আরও জানানো হয়েছে, বৃহৎ প্রতিদ্বন্দ্বী টাইম ওয়ার্নার কোম্পানির ব্যবস্থাপনার পক্ষ থেকে আগ্রহ না দেখানোর পরিপ্রেক্ষিতে কোম্পানিটিকে গণমাধ্যমের সহায়তায় এ প্রস্তাব দিতে হচ্ছে।
এদিকে টাইম ওয়ার্নারের পক্ষ থেকে বলা হয়েছে, চার্টার কমিউনিকেশনের প্রস্তাবিত টাকার অংক ‘নেহাত অপর্যাপ্ত’।