সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

  • Emad Buppy
  • January 14, 2014
  • Comments Off on সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
torunir-lash.

torunir-lash.ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাম হতে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার ভোরে উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য দুপুরে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, সকালে সরিষা ক্ষেতে কাজ করতে এসে কৃষক নওয়াব আলী মাতুব্বর অজ্ঞাত তরুনীর (২২) লাশ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. মোস্তফা জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়েটির মৃতদেহ উদ্ধার করি। মেয়েটির সঙ্গে পাওয়া ব্যাগের ভেতর হতে একটি ম্যামোরি কার্ডসহ কিছু কাপড়-চোপড় পাওয়া গেছে। মেয়েটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মেয়েটি পাশবিক নির্যাতনের শিকার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে এলাকাবাসীর ধারণা, মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে দুস্কৃতরা হত্যা করে নির্জন স্থানে ফেলে যেতে পারে।

কেএফ