শীতের কারণে আরও ৫ শিশুর মৃত্যু

ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশু

ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুকুড়িগ্রামে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগীর সংখ্যা। গত ৩৬ ঘন্টায় কুড়িগ্রাম সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৫ শিশু। এ নিয়ে গত ১৪ দিনে শুধুমাত্র সদর হাসপাতালে মারা গেছে ১৬ শিশুসহ ১৯ জন।

শীতজনিত রোগের প্রকপ বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালের চিকিৎসা নিচ্ছে ৩ শতাধিক রোগী। এর মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টসহ শীতজনিত রোগীর সংখ্যাই বেশি। গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ শিশুসহ ২৪০ জন। হাসপাতালের বেডে স্থান সংকুলান না হওয়ায় অনেক রোগী মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন।

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আয়েশা বেগম জানান, হাসপাতালে চিকিৎসা নিতে এসে বিড়ম্বনায় পড়েছি। প্রয়োজনীয় ঔষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। তাছাড়া নিয়মিতভাবে চিকিৎসকরা ওয়ার্ডেও আসছেন না।

সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের নার্স শেফালী রহমান জানান, হাসপাতালে শিশু ওয়ার্ডে শীতজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমেই বাড়ছে।

গ্রাম সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. উম্মে কুলসুম বিউটি জানান, শীতের কারণে হাসপাতালে শিশু রোগীর সংখ্যাই বাড়ছে। শিশু মৃত্যুর কারণ হিসেবে অভিভাবকদের অসচেতনাকেই দায়ী করেছেন তিনি। তিনি জানান, রোগে আক্রান্ত হওয়ার অনেক পড়ে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। যার ফলে তখন আর কিছুই করার থাকে না।

কেএফ