শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

sorok durghotona

sorok durghotonaরাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় বাস চাপায় তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

এদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ ছিলেন। নিহতদের মধ্যে খলিল (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। খলিল ও অজ্ঞাতনামা দুই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, যাত্রীবাহী একটি বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

ডেমরা অঞ্চলের জেষ্ঠ্য সহকারী পুলিশ কমিশনার মিনহাজুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফেনি থেকে ছেড়ে আসা একটি বাস রাজধানীতে আসার সময় শনির আখরা এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।

কেএফ