
সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঘোনাপাড়া যৌথবাহিনী জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে জামায়াতের এক নেতা নিহত হয়েছে। সেই সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ গুলিবিদ্ধ হয়েছে অন্তত পাচঁজন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতের নাম আনারুল। তিনি উপজেলার নাংলা গ্রামের আবদুল হান্নানের ছেলে। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানা যায়, জামায়াত শিবির স্থানীয় সংখ্যালঘুদের হামলা চালাতে পারে এমন খবর পেয়ে যৌথ বাহিনী ঘোনাপাড়ায় অভিযানে নামে। এসময় জামায়াত শিবির পুলিশের ওপর গুলিবর্ষণ করে। এসময় দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক কুমার বিশ্বাস, উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ ও তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।
পরে পুলিশ তাদের ওপর পাল্টা হামলা চালায়। হামলায় জামায়াত শিবির কর্মীরা টিকতে না পেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে আনারুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্বারি করে হা টিকতে না পেরে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।