মুম্বাই শেয়ার-সূচক ৩৭৬ পয়েন্ট বেড়েছে

sensexভারতের মুম্বাই শেয়ার বাজারের প্রধান সূচক সেনসেক্স গতকাল সোমবার ৩৭৬ পয়েন্ট লাফিয়ে ২১,১৩৪ পয়েন্টে গিয়ে বন্ধ হয় । খুচরা মুদ্রাস্ফীতিকে সামনে রেখে গত সাত সপ্তাহের মধ্যে এটা সেনসেক্সের সর্বোচ্চ বৃদ্ধি। খবর ইকোনমিকস টাইমস ও জি-নিউজের।

মূল্যবৃদ্ধির হার কমতে পারে এই আশায় সেনসেক্স ৩৭৫ দশমিক ৭২ পয়েন্ট পর্যন্ত উঠে বলে জানা গেছে এবং পাইকারি পর্যায়ে মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরা গেলে  শেয়ার-সূচক আরও চাঙ্গা হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, বাজার বন্ধের পর সন্ধ্যায় প্রকাশিত পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, ডিসেম্বরে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৯.৮৭ শতাংশে। নভেম্বরে এই হার ছিল ১১.১৬ শতাংশ। আগামী বুধবার (১৫ জানুয়ারি) প্রকাশিত হবে পাইকারি দরের মূল্যবৃদ্ধি। সেই পরিসংখ্যানও যদি নিম্নমুখী হয় তবে শেয়ার বাজার আরও ঊর্ধ্বমুখী হবে।

জানা গেছে, দেশটিতে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির ফল প্রকাশ নিয়ে উত্তেজনা ও মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির কচ্ছপগতির কারণে সোমবার পুঁজিবাজার চাঙ্গা ছিল।