দিনাজপুর- ৬ আসনের এমপি শিবলী সাদিককে ফুলেল শুভেচ্ছা

সাংসদ শিবলী সাদিক

সাংসদ শিবলী সাদিকদিনাজপুর-৬ আসনের এমপি শিবলি সাদিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সিপি রোডস্থ দলীয় কার্যালয়ে এ সম্বর্ধনার আয়োজন করা হয়।

হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট) আসনের এমপি শিবলী সাদিকের নির্বাচন পরবর্তী সময়ে এটি প্রথম হিলি সফর। এ উপলক্ষে স্থানীয় দলীয় নেতাকর্মীরা এক সম্বর্ধনার আয়োজন করে। এ সময় শিবলী সাদিক হিলি স্থলবন্দরের উন্নয়নসহ সার্বিক উন্নয়নে অগ্রনী ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন।

এতে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ, হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আখতার হোসেন মুন্সী, যুগ্ম সম্পাদক জামিল হোসেন চলন্ত, পৌর সভাপতি নুরুল ইসলাম ডাব্লু, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ হারুনসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।