
আগামি ১৬ জানুয়ারি দিনাজপুর-৪ আসনে স্থগিত হওয়া ৫৭টি কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জেলা নির্বাচন কমিশনের কার্যালয় সূত্রে জানা গেছে।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন দিনাজপুর-৪ আসনের চিরিরবন্দর-খানসামা এলাকায় নির্বাচনবিরোধীদের বাধার কারণে ৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। এর মধ্যে চিরিরবন্দর উপজেলার ২০টি ও খানসামা উপজেলার ৩৭টি কেন্দ্রের ১ লাখ ৩৪ হাজার ৯১৯ জন ভোট দিতে পারেননি।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, স্থগিত হওয়া ৫৭টি কেন্দ্রে আগামি ১৬ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামি ১৬ জানুয়ারি ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, দিনাজপুর-৪ আসনে ১২০টি কেন্দ্রের মধ্যে ৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৫৭টি কেন্দ্রে ভোট স্থগিত থাকায় নির্বাচন কমিশন ফলাফল দিতে পারেনি।
কেএফ/এআর