
দিনাজপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা।
দিনাজপুরের পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৮ দলের ২৩ জনকে আটক করা হয়েছে। আটককৃত ২৩ জনের মধ্যে ৮ জন জামায়াত-শিবির ও ১৫ জন বিএনপির নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
কেএফ