ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: ঝিনাইদহ র‌্যালীঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ শাখা এ র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টার দিকে স্থানীয় পুরাতন ডিসি কোট চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের পোষ্ট অফিস ও পায়রা চত্বর হয়ে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে ইসলমিক ফাউন্ডেশন ঝিনাইদহ শাখার মিলনায়তন কক্ষে উপ-পরিচালক সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক.মোঃ শফিকুল ইসলাম।

প্রধান আলোচক হিসেব আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড.আ,ন,ম,আব্দুল্লাহ জাহাঙ্গীর।
র‌্যালী ও আলোচনা সভায় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা ঈদে মিলাদুন্নবীর বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন।