আফতাব আহমেদ হত্যা মামলায় আসামিদের ৫ দিনের রিমান্ড

আফতাব আহমেদ

Aftab Ahmedএকুশে পদক জয়ী ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যার সাথে জড়িত সন্দেহে ৫ আসামীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার বিকেলে র‌্যাব-৩ এর এসআই আশিক আহমেদ আসামিদের সিএমএম আদালতে হাজির করে। তিনি আদালতের কাছে আসামিদের ১০ দিনের রিমান্ড আবদেন করে। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

রোববার সন্ধ্যায় র‌্যাব-৩ এর একটি দল রাজধানীর সায়েদাবাদে অভিযান চালিয়ে হুমায়ুন কবিরকে আটক করে। তাদের দেওয়া তথ্য মতে, আগারগাও থেকে হাবিব হাওলাদার ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কিসলুকে আটক করা হয়। সোমবার আরও দুই জনকে আটক করা হয়।

গত বছরের ২৫ ডিসেম্বর রামপুরায় আফতাব আহমেদের নিজ বাসায়  তার লাশ হাত পা বাধা অবস্থায় উদ্বার করে।