
দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতারা ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করবেন।
সোমবার রাজধানীর গুলশানস্থ হোটেল হেরিটেজে বিকেল সাড়ে ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির গণসংযোগ কর্মকর্তাদের সূত্রে এ তথ্য পাওয়া যায়।
সূত্র জানায়, বিভিন্ন দেশের কুটনীতিকরা বিএনপি নেতাদের সাথে বৈঠকে দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তোরণে করণীয় বিষয়ে বিএনপির করণীয় নিয়ে আলোচনা করবেন।
সূত্র জানায়, বাংরাদেশে নিযুক্ত প্রায় পাঁচটি দেশের কুটনীতিকরা এ বৈঠকে থাকবেন।
এছাড়া সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন সৌদি আরবের রাষ্ট্রদুত ড. আব্দুলাহ বিন নাসের আল বুশাইরি।
প্রসঙ্গত, একই ইস্যুতে এর আগে যুক্তরাষ্ট্রের কুটনীতিক ড্যান মজিনা, যুক্তরাজ্যের গিবসন, চীনের লী জুনসহ অনেক কুটনীতিকই বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেছিলেন। এবার জোটটির নেতৃত্বে থাকা বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসছেন তারা।
এমআর/