
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার সকালে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং শেখ রেহানা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের।
উল্লেখ্য, রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হয়। ওইদিন বিকেলে মন্ত্রিপরিষদের ৪৯ জন সদস্য বঙ্গভবনে দরবার হলে শপথ গ্রহণ করেন। প্রথমে শপথ নেন তৃতীয় বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পর্যায়ক্রমে ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ উপ-মন্ত্রী শপথ নেন।
এএস