দিনাজপুরে মার্শাল গ্রুপের সদস্য গ্রেপ্তার

  • Emad Buppy
  • January 13, 2014
  • Comments Off on দিনাজপুরে মার্শাল গ্রুপের সদস্য গ্রেপ্তার
Dinajpur

Dinajpurদিনাজপুর শহরে মোটর সাইকেল চোর চক্রের সদস্য আলালকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।

রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের সুইহারী আশ্রমপাড়া এলাকায় স্থানীয় রাজা নামের এক ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে মোটর সাইকেল চুরি করার চেষ্টা করে।

এ সময় জনতা তাকে আটক করে গণধোলাই দেয়। পরে কোতয়ালী পুলিশ আলালকে থানায় নিয়ে যায়।

আলাল দিনাজপুর সদর উপজেলার তাজপুর এলাকার আশরাফ আলীর পুত্র।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) হিপজুর মুন্সি জানান, সে দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন স্থানে কৌশলে মোটর সাইকেল চুরির কার্যক্রম চালিয়ে আসছিল। আলাল পুলিশের একজন তালিকাভুক্ত মোটর সাইকেল চোর । সে মোটর সাইকেল চোর মার্শাল গ্রুপের একজন সদস্য।

কেএফ