ঝিনাইদহে শীতবস্ত্র বিতরণ

combol bitoron

ঝিনাইদহে সদর ব্র্যাক অফিসের সামাজিক ক্ষমতায় কর্মসূচির ৬নং ষাটবাড়িয়া পল্লী সমাজের উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে সভার প্রধান বেসকা রাণী সংগঠনের সহায়তায় মহিলাদের শীতবস্ত্র বিতরণ করেন।

পল্লী সমাজ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে নারীদের অংশগ্রহণে ব্র্যাকের সামাজিক ক্ষমতায় কর্মসূচির সহযোগিতায় গঠিত ওয়ার্ডভিত্তিক একটি জন সংগঠন। ঝিনাইদহের বিভিন্ন এলাকায় ২৫টি সংগঠন গঠন করে কর্মসূচি চালিয়ে আসছে।

এ সময় সুমি, চানমনিসহ সংগঠনের নারীরা শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কেএফ