
যারা জিমেইল ব্যবহার করেন গুগল প্লাস সম্পর্কে তাদের ধারণা খুব বেশি অপরিচিত নয়। ফেসবুকের মতো এটি একটি সামাজিক যোগাযোগ সাইট। সম্প্রতি জিমেইল কনট্যাকট তালিকায় এই গুগল প্লাসকে যোগ করেছে গুগল। জিমেইলে এই পরিবর্তন মেইল ব্যবহারকারীদের যোগাযোগকে আরও সহজ করে দিবে বলে জানিয়েছে তারা।
গুগল জানায়, ইমেইল ব্যবহারকারী যখন কম্পোজ করবেন, তখন জিমেইল লিস্টে গুগল প্লাস কনট্যাক্ট দেখতে পাবেন। যার কাছে মেইল পাঠাচ্ছেন তার নাম ইমেইলের অক্ষর লেখার সাথে সাথে পর্দায় ইমেইল ঠিকানাসহ গুগল প্লাসের নামও চলে আসবে।
এরপর এতে ক্লিক করলে পুরো প্রোফাইল দেখা যাবে। ফলে ইমেইলের উপর ভিত্তি করে একই সংঙ্গে জিমেইল ও গুগল প্লাস সেবা পাওয়া যাবে। ইমেইল টাইপ করার মাঝে মাঝে এই নতুন সুবিধার মাধ্যমে অন্যজনের সাথে যোগাযোগ করা যাবে বলে জানান জিমেইলের প্রোডাক্ট ম্যানেজার ডেভিড ন্যকাম।
এছাড়া জিমেইলের মাধ্যেমে এখন থেকে গুগল প্লাস ব্যবহার করা যাবে বলে জানান তিনি।
সুত্র: হিউম্যান আইপিও