
প্রকৌশল খাতের আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিকে (সেপ্টেম্বর১৩-নভেম্বর১৩) মুনাফা কমেছে ২২ শতাংশ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটি কর পরবর্তী কনসোলিডেট মুনাফা করেছে ৭ কোটি ৭৮ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় বা ইপিএস ৮১ পয়সা।যা আগের বছর একই সময়ে ছিল ১০ কোটি ২ লাখ এবং ১ টাকা ৫ পয়সা।
এমআরবি/