অবশেষে জাবি ভিসির পদত্যাগ

JU

JUজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি বরারর এই পদত্যাগপত্র জমা দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টর তা নিশ্চিত করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে আজ সোমবার তা গৃহীত হবে বলে জানা গেছে।

এর আগে গত ৫ ডিসেম্বর সরকারের উচ্চপর্যায়ের এক নির্দেশে ক্যাম্পাস ত্যাগ করেন আনোয়ার হোসেন। পরে তাকে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় ঐক্য ফোরাম। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল এই সংগঠনটি।

উল্লেখ্য, এর আগে ২০১২  সালের ১৭ মে  শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন অধ্যাপক শরীফ এনামুল কবির। সে সময়  তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান আনোয়ার হোসেনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

 

এএস