বিচারপতি হাবিবুর রহমানের মৃত্যুতে খালেদার শোক প্রকাশ

khalada

Begum Khaleda Ziaবাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

রোববার সকালে দলের সহ-দফতর সম্পাদক মোঃ আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত একটি শোকবার্তা গণমাধ্যমে পাঠান বেগম খালেদা জিয়া।

শোকবার্তায় বেগম জিয়া বলেন, মরহুম প্রধান বিচারপতি হাবিবুর রহমান একজন খ্যাতিমান আইন বিশেষজ্ঞ হিসেবে বিচার বিভাগের সুনাম ও মর্যাদা অক্ষুন্ন রাখতে নিরলসভাবে কাজ করে গেছেন। তার মতো একজন বিশিষ্ট বিচারপতিকে হারিয়ে গোটা জাতি আজ শোকাভিভূত। তাঁর মৃত্যুতে দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে মর্মাহত।

বেগম জিয়া মরহুম বিচারপতি হাবিবুর রহমান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন,  তাঁর মৃত্যুতে দেশের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। তাঁর শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও গুনাগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

এমআর/