
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে জেড ক্যাটাগরির মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।সপ্তাহজুড়ে এই শেয়ারের দর বেড়েছে ৪৩ শতাংশ।লংকাবাংলা ফাইন্যান্সের এক গবেষণা থেকে এই তথ্য জানা গেছে।
এছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৩৬ শতাংশ। তৃতীয় স্থানে থাকা ন্যাশনাশ টিউব লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২০ শতাংশ,চতুর্থ স্থানে থাকা জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ১৮ শতাংশ,পঞ্চম স্থানে থাকা সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ১৪ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা শ্যামপুর সুগার মিলস লিমিটেডের ১২ শতাংশ, সপ্তম স্থানে থাকা সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ শতাংশ, অষ্টম স্থানে থাকা এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০ শতাংশ,নবম স্থানে থাকা সাভার রিফ্র্যাকটরিজ লিমিটেডের ৯ শতাংশ এবং দশম স্থানে থাকা ডেল্টা স্পিনিং লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ শতাংশ।
এমআরবি/