
ঠাকুরগাঁওসহ সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, বাড়ি ঘরে আগুন, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে ঠাকুরগাঁওয়ের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ।
শনিবার দুপুর ১২ টায় আশ্রমপাড়া মন্দির থেকে কালো পতাকার মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে হিন্দু সম্প্রদায়ের সহস্রাধিক নারী-পুরুষ। মিছিল শেষে চৌরাস্তা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অ্যাড.বলরাম গুহ ঠাকুরতার সভাপতিত্বে বক্তব্য দেন অ্যাড. ইন্দ্রনাথ রায়, অরুনাংশু দত্ত টিটো, তপন কুমার ঘোষ, শ্যামল কুমার ঘোষ প্রমুখ। এ সময় বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
কেএফ