চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

  • Emad Buppy
  • January 11, 2014
  • Comments Off on চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
train-distracked

comilla trainকুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। নাঙ্গলকোট রেলস্টেশনের আউটারে মালবাহী ট্রেনটির বগি লাইনচ্যুত হয়ে যায়। গতকাল রাত আড়াইটার দিকে মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

পরে শনিবার ভোর ৪টায় ফেনী থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করতে থাকে।

ফেনী রেলওয়ের সহকারি প্রকৌশলী আবদুল হালিম বলেন, ট্রেনের উদ্ধার কাজ শেষ করে চলাচল স্বাভাবিক হতে কতক্ষণ লাগে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ফেনী রেলস্টেশনে ঢাকাগামী মেইল ট্রেন ও কুমিল্লা রেলস্টেশনে চট্টগ্রামগামী মহানগর গোধূলী আটকা পড়েছে। উদ্ধার কাজ শেষ হতে ১১টা পর্যন্ত লাগতে পারে।