কোকাকোলার বিরুদ্ধে অভিযোগ আমলে নিল যুক্তরাষ্ট্রের আদালত

Court to Hear case Against Coca-Colaযুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বিশ্বখ্যাত পানীয় নির্মাতা প্রতিষ্ঠান কোকাকোলার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ আমলে নেয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার পম ওয়ান্ডারফুল নামক পানীয় প্রতিষ্ঠানের আবেদনের শুনানির পর দেশটির সর্বোচ্চ আদালত এই ঘোষণা দেয়। খবর ব্লুমবার্গ নিউজের।

পম ওয়ান্ডারফুলের অভিযোগ কোকাকোলাকোম্পানির মিনিট মেইড ব্রান্ডের ডালিম এবং জামের জুস সম্পর্কে ভুল তথ্য দিয়ে গ্রাহকদের প্রতারিত করছে। প্রতিষ্ঠানটি জানায়, কোকাকোলার ঐ জুসের লেবেলে ডালিম এবং জামের উল্লেখ থাকলেও ডালিম রয়েছে মাত্র দশমিক ৩ শতাংশ এবং জাম রয়েছে দশমিক ২ শতাংশ।

কোকাকোলা ভোক্তা প্রতারণার অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটি জানায়, ঐ লেবেলে বলা হয়েছে, পানীয়টি প্রকৃতপক্ষে পাঁচ ধরনের ফলের সংমিশ্রণ যার স্বাদ ডালিম এবং জামের মত।

এর আগে ২০০৮ সালে কোকাকোলার বিরুদ্ধে পম ওয়ান্ডারফুল একই ধরনের অভিযোগ দায়ের করলেও তা খারিজ করে দেন নিম্ন আদালত।