অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আটক ৬০

  • Emad Buppy
  • January 11, 2014
  • Comments Off on অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আটক ৬০
arrest

arrestঅবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে চট্রগ্রামের চাটগাঁও থানা এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করেছে। সেই সময় চার দালালকেও আটক করা হয়। আজ শনিবার ভোর চারটার দিকে পুলিশ তাদের আটক করে।

চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে টেকনাফ যাওয়ার পথে এ বাস দুটি আটক করে তারা। বাস দুটি ঢাকা থেকে ছেড়ে আসে। তাঁদের টেকনাফ থেকে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা ছিল বলে তিনি জানান।

ওসি আরও বলেন-সোহেল রানা, মীর কাশেম, রিদওয়ান ও আনোয়ার নামে চার পাচারকারীকে আটক করা হয়। আটক চার পাচারকারীর বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়।

কেএফ