মাদারীপুরে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী বিক্ষোভ-মিছিল উদীচীর

BenQ Corporationদেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ড ও সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদে এবং জামায়াত ইসলাম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মাদারীপুর জেলা উদীচী।

শুক্রবার সকালে মাদারীপুর জেলা উদীচী পুরানবাজার শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে জামায়াতকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাটপট্রিতে গিয়ে শেষ হয়।  মিছিলে উদীচী ছাড়াও সমমনা কয়েকটি সংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল অংশগ্রহণ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, উদীচীর জেলা সভাপতি ডা. রেজাউল আমিন খোকন, উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য খান মো. শহীদসহ প্রমুখ।

কেএফ