
‘আমরা কইছিলাম ভোট হইবো। কইছিলাম আমরা জিতুম। আরও কইছিলাম সরকারও গঠন করুম আমরা। অপেক্ষা করেন সবই হইবো। খালেদা জিয়া বলছে হায়রে হায় কি ভুল করলাম’ এভাবেই বক্তব্য রাখলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় সুরঞ্জিত বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। আমরা এখনও আগের কথায়ই আছি। দুষ্টু বদমাশ জামাতরে ছাইরা আলোচনায় আসেন আমরা আবারও নির্বাচন দিতে রাজি আছি।
তিনি আরও বলেন, খালেদা জিয়া এখন বেসামাল হইয়া সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাইতেছেন। বাংলাদেশের স্বাধীনতা-সার্বমৌত্ব নষ্ট করবেন? বাংলাদেশ স্বাধীনই থাকবে। মন্ত্রীসভা গঠনের পর আপনারা দ্যাখবেন কিভাবে শান্তি আনতে হয়। কিভাবে সাম্প্রদায়িক শক্তিকে দমন করতে হয় ওইডা আমাগো খুব ভালভাবে জানা আছে।