
অবৈধভাবে আদম ব্যবসার সাথে জড়িতদের মানব পাচারকারী হিসেবে বিচারের মুখোমুখী করতে নতুন আইন করতে যাচ্ছে সৌদি-সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবদুল্লাহ আবু থুনাইনের বরাত দিয়ে গতকাল এ কথা জানিয়েছে আরব নিউজ।
রিয়াদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির আয়োজিত এক সভায় তিনি বলেন, চলমান পরিদর্শন কার্যক্রমের মাধ্যমে শ্রম মন্ত্রণালয় ৮ হাজার প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে যারা বিভিন্ন অনিয়মের সাথে জড়িত। এদেরকে মানবপাচারকারী হিসেবে বিচারের মুখোমুখী করতে নতুন আইন করা হচ্ছে।
সৌদি-সরকার অবৈধ অভিবাসীদের খুঁজে বের করতে দুই মাস আগে থেকে সাঁড়াশি অভিযান শুরু করেছিল। আবু থুনাইন এই কার্যক্রমও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
তিনি আরও জানান, যে সমস্ত প্রতিষ্ঠান ওয়েজ প্রোটেকশন প্রোগ্রামের অধীনে কর্মীদের পাওনা পরিশোধ করবে না তাদের বিচারের মুখোমুখি করা হবে। এছাড়াও কোন প্রতিষ্ঠান কর্মীদের বেতন তিন মাসের মধ্যে পরিশোধ না করলে সেই প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।