
২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক তার প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৮ শতাংশ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হবে। খবর – ওয়াল স্ট্রীট জার্নাল ও ব্লুমবার্গের।
ব্যাংক গভর্ণর কিম চুং সো আজ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার জানান, বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধার পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি আরও দ্রুতগতিতে সম্প্রসারিত হবে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর আরও জানান, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রণোদনাভাতা হ্রাসের সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ার অর্থনীতির জন্য অনুকুল ভুমিকা রাখবে। কেননা, এতে প্রমাণ হয় যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখনো পর্যন্ত পুনরুদ্ধার পর্যায় অতিক্রম করতে পারেনি।
কিম জানান, জাপানি মুদ্রা ইয়েনের দর পড়ে যাওয়ার প্রভাবে অটো, স্টীল ও মেশিনারিজের মতো শিল্প-প্রতিষ্টানসমূহের বাজার আরও সীমিত হয়ে পড়বে। এই সুযোগটাও দক্ষিণ কোরিয়ার অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে।
জানা গেছে, দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক আগামী আট মাসের জন্য বর্তমান সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।