
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে এক জরুরী বৈঠক করতে বঙ্গভবনে গেছেন।
এর আগে দুপুরে তিনি সংসদীয় সভার সভাপতি নির্বাচিত হন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে দশম জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে কি বিষয়ে কথা বলবেন তা এখনো জানা যায় নি।