
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। বৃহস্পতিবার ৮টায় গুলশানের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
উল্লেখ্য, বেগম জিয়া গত ২৪ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণা করেন। ঘোষণার পর থেকেই তাকে গুলশানের বাসভবনে অবরুদ্ধ করে রাখা হয়। তার বাসার সামনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এ সময় বেগম জিয়ার সঙ্গে কেউ সাক্ষাৎ করতে পারেন নি। কিছু সাংবাদিক সীমানার প্রাচীর টপকে বাসভবনে ঢুকে পড়লে কথা বলেন বেগম জিয়া। এরপর থেকে পুলিশি বাধায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন নি তিনি।
বুধবার সকালে পুলিশের নিরাপত্তা ব্যারিকেড তুলে নেওয়ার পর রাতে সাংবাদিক নেতারা তার বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। আজ রাতে বেগম জিয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
কেএফ