
রাজশাহীতে একটি টমেটো ভর্তি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রাকটিতে দুর্বৃওরা পেট্রোল বোমা ছুড়ে মারলে তাতে আগুন ধরে যায়।
বুধবার রাত ১০টার দিকে মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর টুলটুলিপাড়া এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতে রাজশাহীর গোদাগাড়ী থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী টমেটো ভর্তি ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৬-৪৫৭৩) মহানগরীর বাহরমপুর টুলটুলি পাড়ায় পৌঁছলে দুর্বৃত্তরা তাতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকটির সামনের অংশে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
অসি আরও জানায়, হামলাকারীদের চিহ্নিত করা যায় নি। তবে অবরোধ সমর্থকরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইআর/কেএফ