
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের জগদল সীমান্ত থেকে মো. আলম (২১) ও শামসুল হক (৩০) নামে দুই বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি ও এলাকাবাসি জানায়, বৃহস্পতিবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার চিকনমাটি বাদাম বাড়ি গ্রামের মো. রহিম উদ্দিন এর ছেলে মো. আলম(২১) ও খের বাড়ি ময়মনসিং পাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে শামসুল হককে মেইন পিলার ৩৭৪ এর সাব পিলার ১-৩এর মাঝামাঝি এলাকা থেকে ভারতের ১২১ কুকরাদহ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা ধরে নিয়ে যায়।
এ ব্যাপারে বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল গোলাম মোস্তফা জানান, আটক বাংলাদেশীদের ভারতের গোয়াল পুকুর থানায় পুলিশে সোপর্দ করেছে বিএসএফ।
সাকি/