ইউনাইটেড লিজিং নাম বদলে ইউনাইটেড ফাইন্যান্স হচ্ছে

  • mukto rani
  • January 9, 2014
  • Comments Off on ইউনাইটেড লিজিং নাম বদলে ইউনাইটেড ফাইন্যান্স হচ্ছে

ULCইউনাইটেড লিজিং কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তন করে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড করা হচ্ছ। বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিচালনা পর্ষদ এ ছাড়াও  কাজী নজরুল ইসলাম এভিনিউর রোজ এন ডেল-এ  ৯৫০৩ স্কয়ার বর্গ ফিটের জায়গা কেনার  সিদ্ধান্ত নিয়েছে। এ ফ্লোর স্পেসের দাম পড়ছে প্রায় ১৪ কোটি টাকা।বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ্য আর্থিক খাতের এই কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এ ক্যাটাগরিতে রয়েছে কোম্পানিটি।

এমআরবি/