
চলতি অর্থবছর শেষ হওয়ার চার মাসের মধ্যেই সম্পদের ব্যালেন্স শিট, ব্যাংকের মানউন্নয়নসহ ১২ টি মানদন্ডের উপর তথ্য-উপাত্ত প্রকাশের জন্য চিনের অধিকাংশ ব্যাংকের কাছে আহবান জানিয়েছেন দেশটির সরকার।
ব্যাংকগুলোতে ঋণগ্রহীতাদের মাত্রা নেতিবাচকভাবে বৃদ্ধির ফলে ব্যাংক কর্তৃপক্ষের উদ্বেগ ক্রমশ বেড়ে যাওয়ায় এ আহবান জানায় সরকার। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চিনের সরকারি সুত্রে জানা গেছে, আন্তর্জাতিক ব্যাংক নিয়ন্ত্রণ ব্যাসেল কমিটির প্রকাশিত আইনে ব্যাংক সম্পর্কিত সমস্ত তথ্য-উপাত্ত অর্থবছর শেষ হওয়ার সাথে সাথেই প্রকাশ করার কথা উল্লেখ আছে। ফলে ব্যাংকগুলোর উচিত তাদের নিয়ম-নীতি ভাবে মেনে চলা।
এদিকে ব্যাংকগুলো জানিয়েছে, ডাটা প্রকাশ করতে ২৬৪ বিলিয়ন ডলারের মতো অর্থ প্রয়োজন হতে পারে।যা মূল্য হিসেবে অনেক বেশি।
প্রসঙ্গত, এই তথ্য-উপাত্তে চলতি অর্থবছরে ব্যাংকের প্রান্তিক আয়সহ লেনদেনও উল্লেখ থাকবে। এছাড়া নতুন ডাটার জন্য চিনের সরকারি ১৯ টি ব্যাংকের মধ্যে কমপক্ষে ১২ টিতে আবেদন করা হবে বলেও জানায় চিনের ব্যাংকিং রেগুলেশন কমিশন।