
রংপুরে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ঊনিশ জন জামায়াত শিবির কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে হামলা, অগ্নিসংযোগ, ব্যালেট বস্ক ছিনতাইসহ নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানান।
জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, মঙ্গলবার রংপুর সদর এলাকা থেকে আলাল মিয়া (২৩), মোশাররফ হোসেন (২৩), আমিনুল ইসলাম, (২৫), মাইদুল ইসলাম (২৫), শামীম হোসেন (৩২), মোয়াজ্জেম হোসেন (২৪), মিঠাপুকুর উপজেলা থেকে রবিউল ইসলাম (৩৫), সবুজ মিয়া (৪০), পীরগাছা উপজেলা থেকে আনোয়ারুল ইসলাম (৩০), মামিদুল ইসলাম (৩০), মঞ্জু মিয়া (৩২), রুহুল আমিন (৪৩), তারাগঞ্জ উপজেলা থেকে হযরত আলী (৩৮), বেলাল হোসেন (৩৫), জিকরুল ইসলাম (৪৮) এবং বদরগঞ্জ উপজেলা থেকে আতিকুজ্জামান (৩২), আখেরুজ্জামান (৫২), ফরহাদ (৪৮) কে আটক করে যৌথ বাহিনী। সূত্র আরো জানান, গ্রেফতার হওয়া সকলেই জামায়াত শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত।
পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।