
তারকাদের অভিনয়শৈলীতে মুগ্ধ হয়ে আমরা কখনো চোখের জল ঝরাই, কখনোবা হেসে কুটিকুটি হই। আবেগের অতি উচ্ছাসে কখনো একে সেরা বলি, কখনো বলি অন্যকে। কিন্তু অভিনেতারা সাধারণের সীমা পেরিয়ে কি অন্য অভিনেতাদের মুগ্ধ করতে পারেন? একজন অভিনেতা কি অকপটে অন্য কাউকে সেরা বলতে পারেন? হ্যাঁ, পারেন। সম্প্রতি এমনই এক মুগ্ধতার কথা জানিয়েছেন বলিউড কিংবদন্তি অনিল কাপুর। অকপটে স্বীকার করেছেন লিওনার্দো ক্যাপ্রিও পৃথিবীর সেরা অভিনেতা। খবর -জি নিউজের।
তিনি বলেন, আমি মনে করি পৃথিবীর সেরা অভিনেতা লিওনার্দো ক্যাপ্রিও। লিওনার্দোর সর্বশেষ মাস্টারপিস তাকে এতটাই মুগ্ধ করেছে যে অন্যদেরও পরামর্শ দিচ্ছেন ‘উলফ অব ওয়াল স্ট্রিট’ দেখার জন্য।
মার্টিন স্করসি পরিচালিত ‘উলফ অব ওয়াল স্ট্রিট’ গত ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার পরই সিনেমা জগতে আলোড়ন ফেলে দেয়। এই ছবির মাধ্যমে পরবর্তী অ্যাকাডেমি অ্যাওয়ার্ড লিওনার্দো নিজের করে নিচ্ছেন বলে ধারণা করছেন অনেকেই।