অ্যালান ও আদিলের বিরুদ্ধে ট্রাইব্যুনালের অভিযোগ গঠন

  • Emad Buppy
  • January 8, 2014
  • Comments Off on অ্যালান ও আদিলের বিরুদ্ধে ট্রাইব্যুনালের অভিযোগ গঠন
Adilour

Adilour‘অধিকার’-এর পরিচালক নাসির উদ্দিন অ্যালান ও সম্পাদক আদিলুর রহমান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল।

তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ আইনে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে বুধবার সকালে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক একেএম শামসুল আরেফিন এ অভিযোগ গঠন করেন। শুনানিতে আসামিদের অব্যাহতির আবেদন না মঞ্জুর করে এ অভিযোগ গঠন করেন।

এছাড়া, আগামি ২২ জানুয়ারি মামলাটিতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত।  শুনানিকালে জামিনে থাকা আদিলুর রহমান খান আদালতে হাজির হন এবং নাসির উদ্দিন অ্যালানকে কারাগার থেকে আদালতে আনা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।

এমআর